পরিশ্রম
Bright Sky Writer : Shimanto Sarkar পরিবারের প্রধান যখন সংসার ছেড়ে চলে জায় তখন সে পরিবারের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। ঘরের সঞ্চয় শেষ হয়ে জায়, চাউল ফুরিয়ে জায়। মা যখন মামার কাছে হাত পাতে মামা মুখ ফিরিয়ে নেয়। এভাবে ৬ মাস পার হওয়ার পর একদিন নানী মা কে ডেকে বললেন, তুই আরেক জায়গায় বিয়ে বহই, এর এই ছোট পুলারে ওর বাপের কাছে রাইখা আহই। এই বেডা আর আইতো না মনে হয়। মা হাল ছাড়লেন না, তিনি বাবার রাগ ভাংগাতে চলে গেলেন দাদু বাড়িতে। যাওয়ার আগে মা কে বললাম, আব্বারে সঙ্গে আনার সুম আমার জন্য এডা সাইকেল কিনে আইনো। ঠিক আছে আসার সুম তর আব্বারে বইলে তর জন্য সাইকেল আনমুনি। এই বলে মা বাসা থেকে চলে গেলো দাদু বাড়িতে বাবাকে আনতে। বিকালে রাস্তায় ধারে বসে ঠোলামালি(মাটির হাড়ি পাতিল দিয়ে বাচ্চাদের খেলা) খেলতেছিলাম মামাতো ভাইবোনদের সাথে। এমন সময় মামাতো বোন বলে উঠলো, ওই দেক শিমু ফুপু আসতেছে(বিঃদ্রঃ আমাকে আদর করে সবাই শিমু ডাকতো)। দূরে তাকিয়ে দেখি মা এর শাড়ি দেখা যাচ্ছে মুখ স্পষ্ট নয়। তবে আম্মার শাড়ি দেখেই আমি বুঝতে পেরেছি সেটা আমার মা। তবে বাবা কোথায়? মা কাছে আসলো, দেখি উনার শাড়িতে মাটি লেগে আছে। জিজ্ঞেস করলাম, আম্মা আ...