সে কে?
আজ বিকেল বেলায় মিতালির ফোন এলো। প্রায় ২ মাস পর তার কল পেলাম। এর আগে তার সাথে আমার প্রতিদিনি কথা হতো। সে অবশ্য আমার বন্ধু ছিলো তাই কথার আবেশে ভাব টা গলায় গলায় ছিলো। কিন্তু সেদিন সামন্য বিষয়ে এত রাগ করবে যে ভাবতেই পারিনি। তার ফোন সুইচ অফ কোন যোগাযোগ নেই। আমিও ভীষণ জেদি, এগ গুয়েমি। তাই রাগের মাথায় আমিও তার বাসায় খোজ নিতে জাই নি। বেশ কিছুক্ষন ধরে বাজছে ফোন টা। রিসিফ করবো সেই কথায় ভুলে গেছি। স্ক্রিনে তার নাম্বার এর দিকে চোখ রেখে মন কে কল্পনায় হারিয়ে নিয়ে গেছি। এই যাহ্ কেটেই গেলো ফোন টা। ভাবনা টা যে এত গভির হয়ে জায় আজ আমি বুজতে পারলাম। জাজ্ঞে আবারো ফোন দিয়েছে এবার রিসিভ করেই নিলাম।
আমি ঃ হ্যালো!
মিতাঃ হ্যালো! সুমন
আমিঃ ফোন দিয়েছিস কেন? তুই না আর কথাই বলবি না?
মিতাঃ আমি কি তর উপর রাগ করে থাকতে পারি? ভেবেছিলাম দুই একদিন কথা বলবো না। কিন্তু বিপদে পড়ে ফোন দেওয়ার উপায় খুজে পাচ্ছিলাম না।
আমিঃ কি আর এমন বিপদ হবে তর। তুই তো মানুষের বিপদ ডেকে আনিস। তর বিপদ আবার বাজালো কে?
মিতাঃ আর বলিস না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজ সন্ধায় বিয়ে।
ফোন টা হাত থেকে পড়ে গেলো। একি শুনলাম আমি। ২ মাস পর ফোন দিয়েছে এটা বলার জন্য নাকি? আমার গা বেয়ে ঘাম ঝরছে। বুকের ভেতর ধক ধক করছে। মাথার উপর ফ্যান ঘুরছে। আবহাওয়া সাভাবিক। তবে আমি সাভাবিক নই। কোন কথায় বের হচ্ছে না। ফ্লোরে পড়ে থাকা ফোন তুলতেও পাচ্ছি না। হাত পা জেন অবশ হয়ে আচ্ছে। মনে হচ্ছে কেউ ধাক্কা দিলেও উঠে দাড়াতে পারবো না।
ঠেস দিয়ে বিছানায় বসে পড়লাম। আমি তাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। অনেক বছরের বন্ধু আমরা। এটা ঠিক আমাদের মাঝে প্রেম নেই। কেননা আমি ভালোবাসি সে বাসেনা। আমি তার নিকট শুধু মাত্র একজন ভালো বন্ধু মাত্র। কখনো তাকে বলা হয়নি যে তাকে ভালোবাসি। আমার সমস্ত রিদয় জুড়ে তাকে ভালোবাসি। আবারো ফোন টা তুলে কল দিলাম। ফোন বন্ধ । কল যাচ্ছে না। আজ সন্ধায় বিয়ে মানে ??
জানিনা সে আমার প্রস্তাবে রাজি হবে কি না। তবে আজ তাকে মনের কথা বলেই আসবো। বুকে আর এটা চাপা দিয়ে রাখা যাবে না।
আমি দ্রুত তার বাড়ির দিকে ছুটে চললাম। কিছুদুর জেতেই কান্নার রোল পড়ে গেলো। কি হয়েছে কিছুই বুজলাম না। একজন কে জিজ্ঞেস করায় সে বললো মিতালি নাকি আত্যহত্যা করছে। সে কি আমার জন্য আত্যহত্যা করলো নাকি? সেও কি আমাকে ভালোবাসে? বাসার ভেতরে গিয়ে শুনলাম দুপুরে দে গলায় দড়ি দিয়েছে।
সে মারা গেছে সেটার চাইতে আমি অবাক হয়েছি বিকাল ৫.০০ টায় তার গলার আওয়াজে ফোন দিয়ে কে জানিয়েছে আমাকে ? সেই নাম্বার সেই কন্ঠ । সে আসলে কে? সে কে?
মন্তব্যসমূহ