পোস্টগুলি

জানুয়ারী, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাল্যকাল

ছবি
  Bright Sky Part:02 Writer :Shimanto Sarkar বলা হয়ে থাকে মানুষের জীবনের সব চাইতে সুন্দর কোন মুহূর্ত থাকলে সেটা হচ্ছে তাহার বাল্যকাল। কোন প্রকার দুঃখ বোঝতে পারে না কেউ সে সময়। পরিবার তার ছোট সন্তানকে অভাব সমন্ধে বুঝতেই দেই না। সারাদিন খেলা ধুলা, লাফা লাফি দৌর ঝাপ দিয়ে কাটে এ সময়। খরের গাদার উপর শুয়ে আছি, চোখের সামনে বিশাল নীল আকাশ। মনে হয়  পুরো দুনিয়া জুড়ে এই আকাশ টা বিশাল একটা ঢাকনা।  চোখ দিয়ে আকাশের শেষ প্রান্ত খুজতে গেলে মনে হয় এই সুবিশাল আকাশটা পাশের গ্রামে গিয়ে ঠেকেছে। মনে হয় হেটে হেটে কিছুদূর গেলে হাত দিয়ে আকাশ টা ধরতে পারবো। যেই ভাবা সেই কাজ, হাটা শুরু করলাম  আকাশ ধরবো বলে, হাটতেই থাকি হাটতেই থাকি গ্রামের পর গ্রাম পেরিয়ে যাই মনে হয় এই বুঝি আর একটু সামনে  আকাশ । তবে আকাশের ধরার স্বাদ আর পূরণ হয় না। যখন পেছন ফিরে তাকালাম তখন খেয়াল করি অনেক দূর চলে এসেছি। কোথায় কতদূর এসেছি তাও জানিনা। কখনো নিজের গ্রামের বাইরে একা এভাবে বের হইনি। পথ ভুলে গেলাম না তো? থ হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে গেলাম।কোথায় যাবো কোন দিকে যাবো কিছুই মাথায় আসে না। ফুপরে ফুপরে কেঁদে উঠলাম। বেশ কিছ...
ছবি
 Bright Sky Writer :Shimanto Sarkar নিশুতি রাত,  আর একটু পর মনে হয় ফজরের আযান হবে। সবাই ঘুমে মগ্ন। মাটির ঘরের জানালায় নিবু নিবু কুপি বাতিটা টিপ টিপ করে জলছে। কেরোসিনের তেল ফুরিয়ে আসার মতো অবস্থা। হাল্কা শিতল ঠান্ডা বাতাশ জানালা দিয়ে ঘরে ঢুকছে। বাতাশের মিদু ধাক্কায় এই বুঝি কুপি বাতিটা নিভে যাবে। কিন্তু নিভছে না। টিপ টিপ করে সে তার অস্তিত্ব জানান দিচ্ছে। ক্ষনিক পরেই ও মা গো বলে মাঝ বয়সি এক মহিলার চিৎকার শোনা গেলো। পুরো থমথমে পরিবেশে ঘুমন্ত শরির গুলো একে একে জেগে উঠলো। এ যেনো শুকনো আকাশে ব্জ্রপাত হওয়ার মতো অবস্থা। কি হয়েছে?  কি হয়েছে? আওয়াজ করতে করতে একে একে সবাই ছুটে গেলো সেই মাটির ঘরের সামনে। প্রসব ব্যাথ্যার যন্ত্রনা কাতরানো সেই মাঝ বয়সি মহিলার চিৎকার এতটাই করুণ ছিলো যে, যাহার মনে মায়া দয়া নেই সে ব্যক্তিও তাহার প্রতি দয়াবান হয়ে যাবে। সম্মুখের মহিলারা একে একে বলা বলি করছে বাচ্চা হবে মনে হয়। অভিজ্ঞ যে সকল মহিলা আছে যাহারা প্রসব করাতে জানে তাহারা একে একে ঘরে ঢুকতে থাকলো। আল্লাহ আল্লাহ স্বরে সবাই বাইরে থেকে আওয়াজ করে উঠলো। এদিকে ঘরে নিরুপায় গর্ভবতী মহিলা ব্যাথ্যা সহ্য করতে না ...