পোস্টগুলি

মে, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পিতা পুত্রের বিচ্ছেদ

ছবি
  Bright Sky Writer : Shimanto Sarkar সাল ২০০৯ স্বামী স্ত্রীর মাঝে জগরা হয় এটা সামাজিক একটা প্রথার মতো হয়ে গেছে, জগরা ছাড়া কোন পরিবার নেই তবে সে জগরা যদি হয় অনেক বড় তাহলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। জীবন স্থির হয়ে যায়। ছেলেটির বড় ভাই অল্প বয়সে প্রেম করে বিয়ে করে ফেলে পরিবারের সম্মতি ছাড়াই। পরিবারের অমতে বিয়ে করায় পরিবার তাকে বাসা থেকে বের করে দেয়। বাধ্য হয়ে বড় ভাই পাশের জেলায় গিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দেয়, আলাদা ছোট ঘর নিয়ে সে তার সংসার জীবন শুরু করে দেয়। পরিবারের সাথে কোন যোগাযোগ রাখে না। পরিবার তার উপর রাগান্মিত হয়ে তাঁকেও আলাদা হিসেবেই ধরে রাখে। তবে মায়ের অবুঝ মন মানে না, তিনি গোপনে তাহার বড় ছেলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে। ছেলেটি স্কুলে যাওয়ার সময় দেখে তার পিতা এবং মাতা প্রতিদিনের মতো ঝগড়াতেই লিপ্ত আছে, সে তার ব্যাগ গুছিয়ে একা একাই রেডি হয়ে স্কুলের দিকে রউনা দেয়। ভেবেছিলো তার মা আজ তাকে সকালে ভাত বেরে খাওয়াবে মাথার চুল আচরে দিবে। সে ভাগ্য আর হবে না। মা নিশ্চুপ হয়ে কান্না করছে, বাবা বেধম মারধর করছে। স্কুল থেকে ফিরে এসে দেখে বাবা বাসায় নেই। মা বিছানায় শুয়ে কান্না ...