Time Travel By Train
লেখক ঃ- সিমান্ত সরকার কথায় আছে সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। মানুষ তাদের শ্রম আর মেধা খাটিয়ে নদীর স্রোত বাধ বানিয়ে আটকাতে পারলেও সময় কেউ আটকাতে পারেনি। যদি বলা হয় সময় থেমে যায় কারো জন্য তাহলে তা আজগুপি গল্প ছাড়া কিছুই না। সাল ২০১৮ রাত ১২ টা বেজে ২২ মিনিট। ষ্টেশনের প্লাটফ্রমে বসে আছি। এই মাত্র চট্রগ্রাম এর একটি ট্রেইন মিস হয়ে গেল আমার। সকাল অবধি অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এদিকে ষ্টেশন ফাকা হয়ে আসছে। লোক সমাগম কমে যাচ্ছে। প্লাটফ্রমে আমি একা যাত্রী বসে আছি, আর পাশে শুয়ে আছে এক ভিক্ষুক। মুখে ময়লা কাথা মুড়ি দিয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে লোকটি। ভোর রাত ৫ টার আগে কোন গাড়ি নেই যাওয়ার। থমথমে হয়ে আছে পুরো ষ্টেশন। সারাদিন মানুষের কলহরে থাকা এই যায়গা টা এখন চুপ হয়ে ঘুমের আচ্ছন্নে ডুবে যাওয়ার মতো অবস্থা। একের পর এক সিগারেট ধরাচ্ছি, প্যাকেট ফাকা হয়ে যাওয়ার মতো অবস্থা। অগ্যতা অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই এই মুহূর্তে। ইতোমধ্যে একটি ট্রেইন চলে এলো সামনে। একদম পুরোনো আমলের ট্রেইন। গায়ের রঙ উঠে গেছে। জংকার ধরে গেছে পুরো বগিতে। এই সময় ট্রেন গুলো অনেক উন্নতো...